খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়। মুজিবর্ষের প্রসঙ্গ নিয়ে জাগো নিউজ’র বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হন। দীর্ঘ আলোচনায় বঙ্গবন্ধুর স্বপ্ন এবং এগিয়ে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গে আলোকপাত করেন।
স্বাধীনতাবিরোধীরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী থাকায় গণতন্ত্র, নির্বাচন সুষ্ঠু ধারায় যেতে পারেনি বলে যুক্তি দেন। বলেন, সমালোচনা মানেই গণতন্ত্র। সমালোচনা না থাকলে গণতন্ত্রের পূর্ণতা আসে না। ‘বাকস্বাধীনতা নেই’- এটি আপনি বলতে পারছেন, আর এখানেই স্বাধীনতা।
নিজ মন্ত্রণালয় তথা নদী ও নদীপথের নানা উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তিন পর্বের সাক্ষাৎকারের আজ থাকছে দ্বিতীয়টি। সাক্ষাৎকার নিয়েছেন সায়েম সাবু।
বিস্তারিত- https://www.jagonews24.com/special-reports/news/550776